Wednesday, 30 January 2013

বিসর্জন


ফরাসি কবির কলম সত্যিই বটে
মানুষ দুবার মরে,
একবার প্রেমে ডুবে,
আর একবার প্রেমে ব্যর্থ হয়ে।

তবে আমার মৃত্যু-ও অগুন্তি।
সে তিনি অনুভব করেন নি!
আমার সবকিছুই তোমাকে ঘিরে আবর্তিত হতে হতে
কবে কোন দিন সৌরজগত থেকে উপগ্রহ হয়ে গিয়েছি!

রোজের অনাবিল মৃত্যুর মাঝে
আত্মার আহুতি তোমারি থাকল।
পরম যত্নে লালন কোরো তাকে আমার পার্থিব অস্তিত্বের শেষ পর্যন্ত।

তার পরেই তোমার প্রেমের অস্থি বিসর্জন

No comments: