চুপকথা টেলিফোন
দীর্ঘশ্বাসে মিশে গেল বাস্তবের কত না চাওয়া শব্দ!!!
যতটুকু কথা ছিল শোনার পর
গ্রীষ্মের দুপুরে শিরদাঁড়ায় বরফ স্রোত-
আমার অস্তিত্ব-সংকট।
হৃদয়-নিংড়ানো সব মিথ্যের নির্যাসে
পিচ্ছিল হয়ে গলার কাছে হৎপিন্ড।
ঊর্ধশ্বাসে শ্বাসরূদ্ধ।
আমি আবার এক অদ্ভুত জীব-
না পারি কাঁদতে, না কথার কাটাকুটি,
চুপ করে শুধু শুনি-
সময় সবটুকু জানে।
সারাদুপুরের সবটুকু স্বপ্ন শুধু শ্মশানের-
চুল্লিতে নিজের জ্বলে শেষ হওয়ার অপেক্ষা।
না পোড়া নাভিটুকু ছাই আর হাড় থেকে খুঁজে
পরম যত্নে ভাসাব গঙ্গায়ঃ
আমার অস্তিত্বের শেষ চিহ্ন,
তোমাকে ভালোবাসা।
শেষ শুরুর মত একবারই হয়।
দীর্ঘশ্বাসে মিশে গেল বাস্তবের কত না চাওয়া শব্দ!!!
যতটুকু কথা ছিল শোনার পর
গ্রীষ্মের দুপুরে শিরদাঁড়ায় বরফ স্রোত-
আমার অস্তিত্ব-সংকট।
হৃদয়-নিংড়ানো সব মিথ্যের নির্যাসে
পিচ্ছিল হয়ে গলার কাছে হৎপিন্ড।
ঊর্ধশ্বাসে শ্বাসরূদ্ধ।
আমি আবার এক অদ্ভুত জীব-
না পারি কাঁদতে, না কথার কাটাকুটি,
চুপ করে শুধু শুনি-
সময় সবটুকু জানে।
সারাদুপুরের সবটুকু স্বপ্ন শুধু শ্মশানের-
চুল্লিতে নিজের জ্বলে শেষ হওয়ার অপেক্ষা।
না পোড়া নাভিটুকু ছাই আর হাড় থেকে খুঁজে
পরম যত্নে ভাসাব গঙ্গায়ঃ
আমার অস্তিত্বের শেষ চিহ্ন,
তোমাকে ভালোবাসা।
শেষ শুরুর মত একবারই হয়।
1 comment:
AWESOME
Post a Comment