Tuesday, 22 May 2012

শুরু আর শেষ

চুপকথা টেলিফোন


দীর্ঘশ্বাসে মিশে গেল বাস্তবের কত না চাওয়া শব্দ!!!

যতটুকু কথা ছিল শোনার পর

গ্রীষ্মের দুপুরে শিরদাঁড়ায় বরফ স্রোত-

আমার অস্তিত্ব-সংকট।

হৃদয়-নিংড়ানো সব মিথ্যের নির্যাসে

পিচ্ছিল হয়ে গলার কাছে হৎপিন্ড।

ঊর্ধশ্বাসে শ্বাসরূদ্ধ।



আমি আবার এক অদ্ভুত জীব-

না পারি কাঁদতে, না কথার কাটাকুটি,

চুপ করে শুধু শুনি-

সময় সবটুকু জানে।



সারাদুপুরের সবটুকু স্বপ্ন শুধু শ্মশানের-

চুল্লিতে নিজের জ্বলে শেষ হওয়ার অপেক্ষা।

না পোড়া নাভিটুকু ছাই আর হাড় থেকে খুঁজে

পরম যত্নে ভাসাব গঙ্গায়ঃ

আমার অস্তিত্বের শেষ চিহ্ন,

তোমাকে ভালোবাসা।



শেষ শুরুর মত একবারই হয়।





Thursday, 17 May 2012

এ পথ গেছে বেঁকে...

বেশ কিছু ভাল বাংলা ছবি দেখে উঠতেই পারলাম না গত দুই মাসে। আমার একসময়ের অত্যন্ত পরিচিতজন অনিন্দ্য-দা (অনিন্দ্য ব্যানার্জী) 'চ্যাপলিন' তুলেছে অনেকদিন হয়ে গেল, তাই দেখা হয়ে ওঠে নি। শেষে মিউজ়িক ওয়ার্ল্ড থেকে ভিসিডি কিনে এনে দেখতে হোল। মাল্টিপ্লেক্সের জমানায় নাকি বাংলা সিনেমা করে খাচ্ছে, কই 'ল্যাপটপ' তো কত মাল্টিপ্লেক্সে ঠিকঠাক করে  শো-ই পেল না! তবু কপাল ভাল বলতে হবে 'তিন ইয়ারি কথা'-র যে একযুগ সেন্সর বোর্ড-এ আটকে থাকার পর যখন মুক্তি পেল, পুরো ছপ্পড় ফাড় কে।

বেশ লাগল ছবিটা! এই রকম গরমে আইনক্স-এ সপ্তাহের মাঝখানে জনা তিরিশ দর্শক মানে তো বেশ ভালই কাটছে বলতে হয়, তা ও আবার রিলিজ় হওয়ার দুই সপ্তাহ পরে।

নীল, মানে সুজন মুখার্জী অসাধারণ অভিনয় করেছেন, শুরু থেকে শেষ।বাকিরা স্বমহিমায় প্রতিভাত।

তবে কোথায় যেন আমরা, যারা নেহাতই মুখে বড় জোর লোহার চামচ নিয়ে বড় হয়েছি, তাদের বড়ো হওয়ার সঙ্গে মিলে মিশে যায় গল্পের ধারা। তাদের ব্যর্থ প্রেমের স্বপ্ন, তাদের পার্থিব চাহিদা, আর সব কিছু ছাপিয়ে এক আশ্চর্য অতুলনীয় মানবিক মূল্যবোধ, যার কোনো বিকল্প হয় না।

যাঁরা বয়স্ক, কানে গঙ্গাজল দিয়ে যাবেন, বা ফিরে এসে দিয়ে নেবেন, কারন বড়দের বাংলা ছবি কিন্তু সেই শরৎচন্দ্রীয় 'হারামজাদা' ছেড়ে আরও জীবনমুখি হয়ে উঠেছে...!
 
একটা কথা না লিখে পারছি না, কোথায় যেন 'দিল চাহতা হ্যায়'-এর সঙ্গে একই সুতোতে গাঁথা।



Sunday, 6 May 2012

Kaleidoscope

Kaleidoscope:
The innuendoes of colours and designs.
I wonder how
The broken pieces arrange themselves
In strange varied symmetry
With perfection.

Science calls it the trick of 'reflection'.

An inward journey I took Into the arch-mirror of myself.
Reflected.
Found the scatterred pieces
Disarrayed into a chaotic perpetual resonance.
In the debries of me
The only part I found shining intact was
Loneliness.