Thursday, 23 February 2012

সুপ্রভাত



সেদিন ও রোদ্দুর উঠেছিল,

আকাশ ভর্তি আবীরঃ

কি যেন বলে ইংরেজী-তে?...

হ্যাঁ, স্কাই-রাইটিং…

লিখল “সুপ্রভাত”।

ঠিক যেমন করে বিজ্ঞান যোগাযোগ আজ এসএমএস-এ,

রোদ্দুর এসে আবীর মাখালো আমাকে।

জান! তার আগেরদিন আমি সারারাত জেগে,

তোমার প্রজাপতি-প্রাণ তখন আমার ফুলেতে বসে।

তোমাকে বলব কি না ভাবতে ভাবতে ভোর।

তোমার মাখানো আবীরে পেলাম উত্তর।

ক্লোরোফিল কণা তুমি, শিকড়ে তোমার টান।

তোমার শ্বাসবায়ুর সুবাস, ধূপকাঠি মোর প্রাণ।

1 comment:

Jhapsa Drishti Path said...

Ashadharon, aami jantaam naa tomar blog achhe. Ebaar theke regular follow korbo. Amaar dekha best contemporary writer hole tumi. Ekphali chand ekhono abinoshor aamader jibon e. Aamraa kritogyo tumi tomar lekhaar abir aamader mon e makhale............