Sunday, 5 June 2011

রবিঠাকুর, তোমায় প্রণাম

আজ আমরা যেখানে থাকি সেই লেক ভিউ এ আমাদের স্বপ্ন দিয়ে বোনা 'কাঁথাস্টিচ' এক অনবদ্য অনুষ্ঠানের আয়োজম করেছে। ঘরোয়া জলসা-ও বলতে পার।আজকাল তো এসবের বালাই নেই বললেই চলে, তবু আমরা চেষ্টা করছি ব্যাপারটা যাতে মরে না যায়।

No comments: