বিদ্যুত দেখো আমাকে আজ আর ছোঁয় না
বৃষ্টি যে আর মনের কষ্ট ধোয় না
যার বুকে গুঁজে আঁকছ আমার বিস্মৃতি
ভালো থেকো, শুধু পড়ে এইটকু প্রীতি
এক রোখা তুমি আর আমি বড় সত্যি
কমল না তাই একা থাকা এক রত্তি
গরাদ দিয়ে গিলছে ঘুম দিবা-রাত্র
সাদার ওপর কালিমা লেপছে হুইস্কি পাত্র
তোমাকে এড়িয়ে প্রতি মূহুর্ত হয়েছে সাথী
আজ মনে হয় অকারণে বড় মাতি
সত্যির না হয় অনেক রকম ভান
মিথ্যে নিয়ে তাই বিষ করলাম পান
কে কোথায় আছ, করে যাও সব চুপ
সত্যির নামে চলছে যে তছরূপ
বিচার অন্ধ, চোখে বাঁধা কালো ফেট্টি,
ঘূর্নির ফাঁদে, আমরা লাট্টু -লেত্তি।।