কাটছে মাথা
কাটছে বুক
মিষ্টি তুমি
সৃষ্টি সুখ
কাটছে দিন
কাটছে রাত
দুলছে সবই
ক্যায়া বাত
কাটছে গলা
কাটছে হাত
কে বা কার
বাজি মাত
কাটছে টিকিট
কাটছে চুল
হৃদমাঝারে
চক্ষুশূল
কাটছে ছিনি
কাটছে মিনি
আমি তোমায়
বড্ড চিনি
কাটছে বেলা
কাটছে ক্ষণ
মনের কোনে
দিনযাপন
কাটছে মেঘ
কাটছে ভ্রম
স্বর্গরাজ্য
অতিক্রম।
No comments:
Post a Comment