Monday, 21 December 2015

অস্তিত্ব

কোশ থেকে মাটি
মাটি থেকে বালি
বালি থেকে কাচ
কাচ চুরচুর
সব থেকে দূর

পথ থেকে গলি
গলি থেকে অলি
অলি-গলি চলি
হাতড়াই পথ
আমি অসৎ

সুরা কিছু পাত্র
আমার নিমিত্ত
রক্ত বুকে ক্ষত
আমার ভাল থাকা
কিছু বিশ্বাস মাখা

আমার শেষ আমি
ভাসে সুনামি
জানেন অন্তর্যামি
আজ কে কার
দ্বন্দ্ব সমাহার

No comments: