ট্রামলাইন হাঁটে কবিতার মত
কাপলেটে কফি কাপ
আমার মনেতে বাষ্প রাখে
তোমার মনের ছাপ
রাস্তা হাঁটে ধানসিঁড়ি ছেড়ে
ড্রইং-এতে গাং-চিল
এফ-বি তে দু ক'থা বলার ছিল
ফোনেতে তিমিঙ্গিল
আকাশ হাঁটে ছায়াপথ ধরে
মেঘেতে ঢাকে যে তারা
আমার চাঁদেতে কাজল কলঙ্ক
রাতজেগে বেসাহারা
সমুদ্র হাঁটে বালুকাবেলায়
ছাপ ধুয়ে যায় পায়ের
ঢেউ বুকে নিয়ে চুমুক দিয়েছি
মকাইবাড়ির চা য়ে...
কাপলেটে কফি কাপ
আমার মনেতে বাষ্প রাখে
তোমার মনের ছাপ
রাস্তা হাঁটে ধানসিঁড়ি ছেড়ে
ড্রইং-এতে গাং-চিল
এফ-বি তে দু ক'থা বলার ছিল
ফোনেতে তিমিঙ্গিল
আকাশ হাঁটে ছায়াপথ ধরে
মেঘেতে ঢাকে যে তারা
আমার চাঁদেতে কাজল কলঙ্ক
রাতজেগে বেসাহারা
সমুদ্র হাঁটে বালুকাবেলায়
ছাপ ধুয়ে যায় পায়ের
ঢেউ বুকে নিয়ে চুমুক দিয়েছি
মকাইবাড়ির চা য়ে...
No comments:
Post a Comment