নদীর
পাশে সেদিন তোমার হাত
জলের
থেকেও একনিমেশে শীতল
জানি
একদিন গল্প হবে সব
আপন
হবে নোনতা চোখের জল
অনেকটা
পথ পেরোবো ভেবে দুজন
তোমার
চুলের কাঁটার মত বাঁক
এক
টেবিলে কফির ধোঁয়ায় মিশেও
পেয়ালাদুটোয়
থেকেই গেল ফাঁক
পায়ের
শিরায় ছিলার মত টানে
মাথার
ভেতর চিন্তা যেন ভীষ্ম
মৃত্যু
খুঁজে লাশকাটা ফাঁকা ঘরে
আমি
এক মাংসাসী অবিমিশ্র
গৈরিক
চোখে ধূসর পাহাড় ছুঁয়ে
মানব-জমিন
আসমান থেকে নামে
একপশলা
বৃষ্টি মনখারাপে
ঝলসে
দিল তন্দুরি কম দামে
হারাল
জল হারাল স্থল
হারাল
তোলপাড়
হারাল
দিন হারাল রাত
অস্থি-চর্ম-সার