Sunday, 20 July 2014

সারকথা



নদীর পাশে সেদিন তোমার হাত
জলের থেকেও একনিমেশে শীতল
জানি একদিন গল্প হবে সব
আপন হবে নোনতা চোখের জল

অনেকটা পথ পেরোবো ভেবে দুজন
তোমার চুলের কাঁটার মত বাঁক
এক টেবিলে কফির ধোঁয়ায় মিশেও
পেয়ালাদুটোয় থেকেই গেল ফাঁক

পায়ের শিরায় ছিলার মত টানে
মাথার ভেতর চিন্তা যেন ভীষ্ম
মৃত্যু খুঁজে লাশকাটা ফাঁকা ঘরে
আমি এক মাংসাসী অবিমিশ্র

গৈরিক চোখে ধূসর পাহাড় ছুঁয়ে
মানব-জমিন আসমান থেকে নামে
একপশলা বৃষ্টি মনখারাপে
ঝলসে দিল তন্দুরি কম দামে

হারাল জল হারাল স্থল
হারাল তোলপাড়
হারাল দিন হারাল রাত
অস্থি-চর্ম-সার





Monday, 7 July 2014

কফি আর চা

ট্রামলাইন হাঁটে কবিতার মত
কাপলেটে কফি কাপ
আমার মনেতে বাষ্প রাখে
তোমার মনের ছাপ

রাস্তা হাঁটে ধানসিঁড়ি ছেড়ে
ড্রইং-এতে গাং-চিল
এফ-বি তে দু ক'থা বলার ছিল
ফোনেতে তিমিঙ্গিল

আকাশ হাঁটে ছায়াপথ ধরে
মেঘেতে ঢাকে যে তারা
আমার চাঁদেতে কাজল কলঙ্ক
রাতজেগে বেসাহারা

সমুদ্র হাঁটে বালুকাবেলায়
ছাপ ধুয়ে যায় পায়ের
ঢেউ বুকে নিয়ে চুমুক দিয়েছি
মকাইবাড়ির চা য়ে...