Sunday, 4 December 2011

ওয়াল পেন্টিং


কাদা, নর্দমা, পাঁক, অশ্রাব্য খিস্তি,

মাজার জন্য ডেকচি তে লেগে থাকা ঘুগনি

আর কাটা পাঁউরুটির মাথা,

কয়েক বান্ডিল বিড়ি –

হাইপোডারমিক সিঁড়ি…

নোংরা ফুটপাথে থরথরে কেঁপে ওঠা

গোলাপী দগদগে ঘায়ে

লেপ্টে থাকা বিষ্ঠা আর প্রস্রাব –

পাগলামির হিসাব…

পেস্টিসাইড, পাখা-গামছা, একমুঠো ঘুমের ওষুধ,

না শিরার রক্তে একফোঁটা বুদবু্‌দ

বয়ে নিয়ে চলে হৃদপিন্ডে মৃত্যু সংকেত –

অশরীরি রূপভেদ…



রঙ বাঁধা পড়ে ফ্রেমে,

আর্ট-গ্যালারীতে যন্ত্রণার পসরা বিকোয়,

ড্রইং-রুমের গুমট সাজে রামধনু রং-এ।

No comments: