Saturday, 13 October 2018

আঁচড়

চোখের টানে চোখ  মিতালি
আঙুল পাকায় পৈতে
ছিঁড়ল কেমন অকারণেই
পারল না ভার বইতে

কাঁধের ওপর আঁচিল ছুঁয়ে
সুতোর পাঁচিল পেরিয়ে
তেপান্তরে দাঁড়িয়ে একা
স্বপ্নটাকে মাড়িয়ে

চাঁদের গায়ে চাঁদ লেগেছে
ঘুমের গায়ে টিপ
চশমা হারা চশমখোর
নিভৃতে নিষ্প্রদীপ

গরাদ গলে  মনের মানুষ
পাথর হল নস্যি
রাতের আদুল, মোম গলে যায়
নখ  পিঠেতে -- 'দস্যি'

বুকের ওপর পা চাপিয়ে
কাটল শুধুই জিব
মুণ্ড থেকে রক্তক্ষরণ
চাটছে ক্ষিদেয় শিব

মন্দিরেতে পাষাণ স্থানু
ভাঙের নেশায় ভাঙা
শিখণ্ডীকে সামনে রেখে
খেলছে কুমীর-ডাঙা।