বিছানার চাদর ঘেঁটে পালক খুঁজে
আকাশে পাখির মত উড়ব কি যেই
কাঠের এক মাস্তুলেতে আগুন লেগে
ডোবে সেই জাহাজ আমি রই যে ভেসেই
সকালে পর্দাফাঁকে আশার আলো
আমি তো দিব্যি আছি বড্ড ভালোই
হরধনু ভাংতে গিয়ে পড়ছি প্রেমে
যদিও মনটা আমার আজ-ও কালোই
দুপুরের ডাল-ভাত আর পোস্ত ঝিঙে
টিয়ার ওই লাল ঠোঁটে লাল তেলাকুচো
টান টান আড়মোড়াতে তক্তাপোশে
হাতপাখা আনচান, মুছে দু'চোখ গুছোই
একরাশ খড়কুটোতে খুঁজছি বাসা
হারিয়েও একলা আছি দিব্যি খাসা
দেয়ালের আয়নাটা আর দেয় না সাড়া
ভাংছি নিজের ছবি দারুণ তাড়ায়
কিছুটা অন্যরকম ভাবতে গিয়ে
আবার-ও কাঁটার পথে এক বাহানা
উজাড় হয়ে পথের ওপর লেপ্টে শুয়ে
স্টিয়ারিং একটা হাতেই দারুণ মানায়...
ঈয়ারিং তোমার কানেই দারুন মানায়...
হিয়ারিং ফস্কে গেলেও কানায় কানায়...
হিসেবের শেষ হবে কোন চোদ্দ আনায়...