এই যে আমি ‘বাজে লোক’—
সবার কাছেই তাই, কুল-কিনারা ভেবে না পাই,
শুধুই করি শোক।
পরের কাছে পর-ই থাকি
নিজের কাছেও পর, দূরে-কাছে পাই না যে ঘর
ষোলো আনাই ফাঁকি।
আমার আশায় বিষের বাঁশি
নেচেই চলি তালে, পৌঁছে গেলাম মগডালেতে
চল্লিশেতেই আশি।
কি যে হল, কেমন করে
খারাপ, বাজে কেন, সব বুঝেও বুঝি না যেন
ভাসি ছু-মন্তরে।
আমায় ছেড়ে থাকলে সবাই
জীবণ হত দড়, তবেই বাপু ছোটো বড়র
হিসাব পাই-টু-পাই।
সে-ও হবে না, লক্ষ্মীছাড়া
থাকতে তো সেই হবেই, নাকে দড়ি-বঁড়শি জবাই,
সংজ্ঞা - আত্মহারা।
সংজ্ঞা - আত্মহারা।