Friday, 29 August 2014

একটু...



অনেকটা স্বপ্ন
মাথায় বালিশ
দূর বড় কাছের
কাছের-টা, পালিশ

অনেকটা ঘুম
চোখেতে ঢাকা
বিশ্বাসে তুমি
গায়েতে মাখা

অনেকটা গতির
সবটা থমকে
একটু বাষ্প
চোখেতে চমকে

অনেকটা তুমিতে
একটুখানি আমি
তোমার দিব্বি
অন্তরযামী।