Saturday, 29 December 2012

মহাকাব্য


কত শত নিরাকার থেকে আকার গড়া হয়,
আকার শেষে মেশে নিরাকারে।
আমার অন্তরের ক্ষতের মোহে উড়ে আসা কীট
জমাট রক্তকে গলিয়ে সৃষ্টি করে অশ্রু
বর্ণহীন, গন্ধহীন লবণাক্ত শত-হাজার-কোটি অশ্রুবিন্দু।
হৃদয় থেকে হৃদয়ে ঝরে পড়ে কখন উদ্বায়ী হয়ে যায়!
আকার বিলীন হয় নিরাকারে।

 তোমার চোখের আকাশে আমি এক দৃশ্য মাত্র,
আমি জানি।
আঁখিপল্লবের ওঠানামায় সেই মায়া অব্যয় হয়ে রয়ে যায়,
এক মহাকাব্যের মত।