শব্দকল্প
ভিড় করে আসে,
অনায়াসে
--লেলিহান বাস্তব বিকৃত উল্লাসে।
অকারন --
স্নায়ুসূত্রে উত্তেজনার দূরস্ত নিয়ন্ত্রন।
প্রকাশ --
সিগারেটের ধোঁয়ায় জমে থাকে দীর্ঘশ্বাস।
নিরবধি --
গঙ্গাজলস্পর্শে মন্ত্র আসনশুদ্ধি।
করজোড়ে --
আত্মসত্ত্বা বিক্রিত হয় চৌরাস্তার মোড়ে।