Thursday, 23 February 2012

সুপ্রভাত



সেদিন ও রোদ্দুর উঠেছিল,

আকাশ ভর্তি আবীরঃ

কি যেন বলে ইংরেজী-তে?...

হ্যাঁ, স্কাই-রাইটিং…

লিখল “সুপ্রভাত”।

ঠিক যেমন করে বিজ্ঞান যোগাযোগ আজ এসএমএস-এ,

রোদ্দুর এসে আবীর মাখালো আমাকে।

জান! তার আগেরদিন আমি সারারাত জেগে,

তোমার প্রজাপতি-প্রাণ তখন আমার ফুলেতে বসে।

তোমাকে বলব কি না ভাবতে ভাবতে ভোর।

তোমার মাখানো আবীরে পেলাম উত্তর।

ক্লোরোফিল কণা তুমি, শিকড়ে তোমার টান।

তোমার শ্বাসবায়ুর সুবাস, ধূপকাঠি মোর প্রাণ।